দেশে এখন
0

নগরবাসীকে সাময়িক স্বস্তি দিতে পানি ছিটাচ্ছে উত্তর সিটি করপোরেশন

গরমের মধ্যে নগরবাসীকে সাময়িক স্বস্তি দিতে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শক্রমে এ পানি ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ (শনিবার, ২৭ এপ্রিল) এ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় জলকামানের মাধ্যমে পানি ছিটায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পানি ছিটানো হবে। পর্যায়ক্রমে পার্কগুলোতেও ছিটানোর কথা জানানো হয়। উত্তর সিটিতে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটানো হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

হিট অফিসার প্রসঙ্গে মেয়র আতিক বলেন, 'সিটি করপোরেশন থেকে একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার। তার জন্য সিটি করপোরেশন অফিসে কোনো চেয়ারও নেই।'

প্রতিদিন ৫৪ ওয়ার্ডে তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। প্রত্যেকটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

অসহনীয় গরমে রিকশা চালকদের কষ্ট লাঘব করতে আগামীকাল থেকে ডিএনসিসির পক্ষ থেকে ছাতা বিতরণ করা হবে বলে জানান মেয়র আতিক।

কৃত্রিম বৃষ্টি উপভোগ করছেন উত্তর সিটির বাসিন্দারা। ছবি: এখন টিভি

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মাস শুরু হওয়ার আগ পর্যন্ত বৃষ্টির কোনো সুখবর নেই।

এবছর এখন পর্যন্ত রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ২৬টি জেলার ওপর দিয়ে তাবদাহ বয়ে যাচ্ছে। ঢাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

প্রসঙ্গত গতকাল রাতে তীব্র গরমের পর সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতারও সৃষ্টি হয়।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর