দেশে এখন
0

দেশে ফিরলেন মিয়ানমারে কারাগারে থাকা ১৭৩ বাংলাদেশি

কক্সবাজার

কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর অবশেষে দেশে ফিরেছেন ১৭৩ নাগরিক।

দুপুর দেড়টার দিকে বাংলাদেশে পৌঁছার পর জাহাজ থেকে বিআইডব্লিউটিএ এর কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। তারপর জাহাজ থেকে তাদের জেটিঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে পরিচয় সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়েছেন স্বজনরা। তাই জেটিঘাটে সকাল থেকেই ভিড় করেন মিয়ানমারে এতোদিন কারাভোগ করা বাংলাদেশিদের পরিবারের সদস্যরা।

এর আগে মঙ্গলবার ( ২৩ এপ্রিল) দুপুরে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নাগরিকদের নিয়ে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ চিন ডুইন বুধবার (২৪  এপ্রিল)  বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে।

বাংলাদেশে যে ১৭৩ জন নাগরিক ফেরত আসছেন তাঁদের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি ও খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে নাগরিক আছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর