বিকেলে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন সরকারপ্রধান। এসময় তিনি বলেন, ‘খেলাধুলা শারীরিক ও মানসিক শক্তি দেয়, নিয়মানুবর্তিতা শেখায়।’
লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে শিশুরা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে। তবে দেশিয় খেলাধুলার চর্চা যেন হয় সেই সুযোগ তৈরি করে দিতে হবে বলেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যাতে উপজেলা পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি হয়। এটা শুধু ফুটবল বলে নয়, সব খেলাতেই যেন আমাদের ক্ষুদে খেলোয়াড়রা সুযোগ পায়। সেই সঙ্গে আমাদের দেশিয় খেলাগুলোকে সমানভাবে সুযোগ দিতে হবে। ছেলে-মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।’