দেশে এখন
0

৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৮ হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত করতে উপজেলা পর্যায়ে সাত সদস্যের কমিটি রয়েছে। আর এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগর। সেই সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে হিসেবে গড়ে তোলা হবে।'

এ সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নারী ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মেহেরপুর-২ (গাংনী)  আসনের সংসদ সদস্য নাজমুল হুদা সাগরসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ