বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।
এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরসহ মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে এক দিন আগে ঈদ উদযাপন করা হয়।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন। সকাল দশটায় চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্।
জেলার সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, পটিয়া, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ ঈদ-উল-ফিতর উযাপন করছেন।
বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে রমজান মাস শুরু ও ঈদ উদযাপন করে থাকে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।
এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২০ গ্ৰামের সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ঈদ উল ফিতর উদযাপন করছেন।
এদিকে দেশের বিভিন্ন এলাকার মধ্যে মৌলভীবাজারে সার্কিট হাউজ, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া এবং পাইকডাঙ্গা-এই দুই গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।