দেশে এখন
0

দেরিতে ছাড়ছে ট্রেন, ছাদে যাত্রী নিয়ে উদাসীন কর্তৃপক্ষ

ঈদের একদিন আগে রাজধানীর কমলাপুরে আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ট্রেন আসার সঙ্গে সঙ্গে যাত্রীতে টুইটুম্বুর অবস্থা।

ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় আজ থেকে বেড়েছে যাত্রীদের চাপ। তাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা।

সকাল থেকেই একের পর এক ট্রেন ছুটে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। দুই দফা টিকিট পরীক্ষা করার পর যাত্রীদের মূল প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে।

তবে সকাল থেকে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে বৃদ্ধাগুলি দেখিয়ে প্রতিটি ট্রেনের ছাদ ছিলো যাত্রীবোঝাই। চোখের সামনে সব কিছু দেখেও নির্বিকার কর্তৃপক্ষ। তারা বলছেন, যাত্রী চাপে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে।

জীবনের ঝুকি নিয়েও সবাই অপেক্ষায় উদগ্রীব হয়ে আছে কখন বাড়ি ফিরবেন। স্বজনের সাথে ভাগাভাগি করবেন ঈদের আনন্দ।

আজ কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে।

এসএসএস