দেশে এখন
সার্বিক পার্বত্য পরিস্থিতি পরিদর্শনে রুমার ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি দেখতে জেলার রুমা উপজেলা ও সোনালী ব্যাংক শাখার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবে বলে হুশিয়ারি দেন। সেই সঙ্গে বান্দরবানের ঘটনায় কারো কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন মন্ত্রী।

আজ (শনিবার, ৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করা রুমার ঘটনাস্থলে পৌঁছান। মন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে ছিলেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ডিজিএফআই প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

রুমায় ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এভাবে তারা সশস্ত্র অবস্থায় পোশাক পরে ডাকাতি করবে তা কোনভাবেই কাম্য নয়। এটা অন-চ্যালেঞ্জ, ছেড়ে দেবোনা। এদেশের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবে।'

কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বান্দরবানের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা, কে কে সহযোগিতা করেছে সব খুঁজে বের করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে।’

বান্দরবান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার রাত ৯টার দিকে রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তারা ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে। টাকার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে। অপহরণ করে নিয়ে ব্যাংক ম্যানেজারকে।

পরদিন দুপুরে রুমা থেকে ৮৩ কিলোমিটার দূরে থানচি উপজেলা সদরে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করে তিনটি গাড়িতে আসা সশস্ত্র সন্ত্রাসীরা।

এ ঘটনার পর থেকে ওই দুই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে গত দুদিন যাবত কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে রুমা ও থানচি উপজেলায়। গতকালও বান্দরবানের রোয়াংছড়িতে গুলির শব্দ শোনা গেছে।

মন্ত্রীর আজকের সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিকালে ঢাকায় ফেরার কথা আসাদুজ্জামান খান কামালের।

আসু