দেশে এখন

সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে দেড় কোটি টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। এসময় ব্যাংকের ম্যানেজারকে অপহরণ ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য এবং ৪ আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী'র শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ৮ টার দিকে এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে।

এসময় তারা সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, কেএনএফের শতাধিক সদস্য এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে ব্যাংক লুট করে এবং পুলিশ ও আনসার সদস্যের ১৪টি অস্ত্র লুট করে। সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরন করে নিয়ে যায়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর