এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর অনুষ্ঠিত হবে এসব জামাত।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
রমজান শেষে শাওয়াল মাসের ১ তারিখে উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল পালিত হতে পারে এবারের ঈদুল ফিতর।