দেশে এখন
0

ঈদের কেনাকাটায় শপিংমলে ভিড়

ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে। বিশেষ করে সাপ্তাহিক কিংবা সরকারি ছুটির দিনে কিছুটা বেশি থাকে এই ভিড়।

ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও রমজানের শুরুতে অনেকেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা।

রোববার সরকারি ছুটির দিন হওয়ার কারণে সকাল থেকেই রাজধানীর শপিংমল গুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখা যায়। এবারের ঈদ বাজারে বেশি চাহিদা রয়েছে শিশু ও নারীদের পোশাকের। দেশিয় পণ্যের পাশাপাশি মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় ও পাকিস্তানি থ্রি পিস-শাড়ি।

ক্রেতারা বলছেন, সুযোগ পেলেই চাপ এড়াতে পরিবার নিয়ে সেরে নিচ্ছেন ঈদের শপিং। এক ক্রেতা বলেন, 'ভিড় কম থাকতে থাকতেই শপিং সেরে ফেলতে চাই। ছুটির দিন হওয়ায় আমাদের সুবিধা হয়েছে।'

তবে বিক্রেতারা বলছেন, অর্ধেক রমজান গেলে শুরু হবে জমজমাট বিক্রি। বলেন, ছুটির দিনগুলোতে আমাদের বেচাকেনা ভালো হয়। বাকি দিনগুলোতে একটু কম হয়। তবে সামনে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করি। মোটামুটি দামের পোশাকগুলো বেশি চলছে।

এদিকে রাজধানীর মার্কেটগুলোর মতো বেচাবিক্রি বেড়েছে বিভিন্ন ব্রান্ডের শোরুমে। যেখানে কান্ট্রিবয় ব্র্যান্ডের শোরুমেও ক্রেতাদের আনাগোনা দেখা যায়।

একই ছাদের নিচে পছন্দের সব পণ্য পাওয়া যায় জানিয়ে ক্রেতারা বলেন, মার্কেটের ভিড় এড়াতেই পরিবার নিয়ে শোরুমে আসা। এখানে সবার কেনাকাটা একসঙ্গে করা যায়। কাপড়ের মান অনেক ভালো।

বিক্রেতারা দাবি সুতির পাঞ্জাবি ও থ্রি পিসের চাহিদা বেশি।