বেইলি রোডে আগুনের ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে নামে প্রশাসন। আর সে সময় প্রায় ৮০০ রেস্তোরাঁ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা হাইকোর্টে জমা দিতে বাংলাদেশ পুলিশের মহাপরিচালককে (আইজিপি) নির্দেশ দেয়া হয়েছে।
আইজিপিকে এক মাসের মধ্যে আদালতে এ তালিকা জমা দিতে বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব শ্রমিকের আটক করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোড ট্রাজিডিতে ৪৬ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপরেই একের পর এক রেস্তোরাঁতে অভিযান চালানো শুরু হয়। সিলগালা করে করে দেয়া হয় অনেক প্রতিষ্ঠান।