দেশে এখন
0

মাঝরাতে রাজধানীর উত্তরায় আগুন, ভস্মীভূত ৩০ দোকান

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচা বাজার সংলগ্ন একটি মার্কেটে ভয়াবহ আগুনে ছোট বড় প্রায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে গেছে কাঁচাবাজারের আংশিক অংশ। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে হলেও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছেছে বেশ দেরিতে।

সোমবার দিবাগত মধ্যরাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে পুরো একটি মার্কেট। আগুনের এমন ঘটনা রাজধানী উত্তরা ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারের পাশের বেডিং মার্কেটে। যেখানে ফার্নিচার, লেপ-তোশক, খাবার হোটেলসহ প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান ছিল। আগুনের ভয়াবহতায় মাত্র ৪০ মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় সব মালামাল।

ঈদকে সামনে রেখে দোকানগুলোতে রাখা মালামাল পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন দোকান মালিকরা। লাখ লাখ টাকা লোকসানের চিন্তায় হতবিহ্বল তারা।

আগুনের উত্তাপে কাঁচাবাজারেরও বেশ কয়েকটি দোকানের আংশিক পুড়ে যায়। পুড়েছে বাজারে মাংস বিক্রির জন্য রাখা বেশ কয়েকটি গরু। এর মধ্যে মারা যায় একটি।

আগুনে পুরে যায় বাজারের দোকান। ছবি: এখন টিভি

প্রত্যক্ষদর্শী একজন বলেন, 'আগুন দেখতে পাওয়ার পরে বের হয়ে চলে যায়। কিন্তু গরু বা ছাগল যেগুলো ছিল, সেগুলো বের করতে পারেনি।'

স্থানীয়দের অভিযোগ, রাত ২টার কিছু আগে আগুন লাগলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় রাত দুইটার অনেক পরে।

স্থানীয় একজন বলেন, 'আগুন লাগার ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। তারপরও আসার পর বলে পানি নেই। শুধু শুধু পাইপ টানে আর দৌড়ায়। কিন্তু পানি নেই।'

তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস জানায়, দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন তারা। নয়টি ইউনিটের সহায়তায় রাত আনুমানিক পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, 'কেউ যদি ৪০ মিনিট পরে আসার কথা বলে তাহলে তা সম্পূর্ণ মিথ্যা। এখান থেকে এক কিলোমিটার দূরে আমাদের উত্তরা ফায়ার স্টেশন। আগুনের সংবাদ পেয়েছি ২টা ৫ মিনিটে। আমরা ২টা ৯ মিনিটে এখানে এসেছি। এবং ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পাশের কোনো আবাসিক ভবনে আগুন যেতে দেইনি। '

আগুন লাগার প্রাথমিক কারণ উদঘাটন করা না গেলেও তদন্ত করে তা বের করার কথা জানায় ফায়ার সার্ভিস।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর