অপরাধ ও আদালত
দেশে এখন
0

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক মাধ্যমিক স্কুল: হাইকোর্ট

আজ রোববার (১০ মার্চ) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে স্কুল খোলা নিয়ে সরকারের দেয়া দুটি প্রজ্ঞাপন স্থগিত করেন। একসঙ্গেই পুরো রমজান মাস প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

এছাড়া স্কুল খোলা রাখতে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রতি বছরই রমজান আসলেই বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে এক ধরণের মতপার্থক্য দেখা দেয়। তাই চলতি বছরের ক্যালেন্ডারে রমজানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ৩০ দিনের ছুটি রাখা হয়েছিল। হঠাৎ করে ৮ ফেব্রুয়ারি তাতে সংশোধনী এনে মাধ্যমিক পর্যায়ে ১৫ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রোজার প্রথম দশ দিন খোলা রাখার প্রজ্ঞাপন দেয়া হয়।

এই সিদ্ধান্তের কারণে মাদ্রাসাও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়।

এসব বিষয় নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি জনস্বার্থে আইনজীবী মাহমুদা খানম হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা সেই রিটের প্রেক্ষিতে আজ এই নির্দেশ দিয়েছেন আদালত। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিশুকল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

এদিকে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সেখানে তিনি জানান, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সরকারের অবস্থান। এখনও রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

এসএসএস