দেশে এখন
0

রাজধানীতে রেস্তোরাঁ অভিযানের সংখ্যা প্রকাশ করল ডিএমপি

বেইলি রোডের অগ্নি কান্ডের পর বুধবার (৬ মার্চ) রাজধানীতে চলমান তিনদিনের রেস্তোরাঁ, হোটেল, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও কেমিক্যাল গোডাউনে বিশেষ অভিযান পরিচালনার মোট হিসেব প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গেল তিনদিনে মোট ১৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে ১১৩২টি রেস্তোরাঁ ও হোটেল, ২০৭টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান এবং ৮টি কেমিক্যাল গোডাউন।

এ অভিযানে ২০টি মামলার বিপরীতে মোট ৮৭২ জনকে আটক করা হয়। যেখানে প্রসিকিউশনের সংখ্যা ৬২৫টি।

বেইলি রোডের অগ্নি দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে সরকারি বেশ কয়েকটি সংস্থা। রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক), ঢাকার দুই সিটি কর্পোরেশন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৪০টিরও বেশি রেস্তোরাঁ ও কয়েকটি ভবন সিলগালা করে দেয়া হয়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর