দেশে এখন
0

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ, চলতি সপ্তাহে গেজেট: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণ করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি সপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, 'একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে বিষয়টি নিয়ে এরই মধ্যে আমরা অনুমোদন পেয়েছি। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।'

জ্বালানি তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা আশঙ্কা থাকে।

এ বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, 'বিষয়টি আমরা নজরে রেখেছি। আপনারা জানেন, বাংলাদেশে তেলের দাম প্রতি লিটার ১০৯ টাকা (ডিজেল)। কলকাতায় তা ১৩৩ টাকা। কাজেই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি। এখানে যদি আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে আরও বেশি তেল পাচারের শঙ্কা থাকে। বিষয়টি নজরদারির মধ্যে থাকবে।'

প্রতিমন্ত্রী বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের বিরাট একটা ভূমিকা ছিল। সে বিষয়ে আমরা আলোকপাত করেছি। সামনে যে সময়টা আসছে, মার্চসহ সামনের দিনগুলোয় বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখতে হবে। পরিবেশ নিয়েও কথা হয়েছে। সেচসহ সবকিছুতে সৌর বিদ্যুতের আওতা কীভাবে বাড়াতে পারি, তা নিয়ে কথা হয়েছে।'

তিনি বলেন, 'জ্বালানির কীভাবে সাশ্রয়ী রাখতে পারি, তা নিয়ে কথা হয়েছে। এরই মধ্যে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ এ সপ্তাহ থেকে তেলের কথা যদি বলি, বিশেষ করে জ্বালানির দাম, ডায়নামিক প্রাইসের দিকে যাবে। আমরা আশা করছি, জ্বালানির ক্ষেত্রে একটা সাশ্রয় মূল্যে আমরা সমন্বয়ে যেতে পারি।'

ডিসিদের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ না দিতে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে। কৃষিজমি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা ভরাট করে শিল্প করা হচ্ছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল।'

তেলের পরিমাণ কম দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'প্রতিটি পেট্রোল পাম্পে আমরা জিআইএস স্থাপন করেছি। সেগুলো আমরা লক্ষ্য করব।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর