দেশে এখন
0

নৌযান শ্রমিকসহ ৩ সংগঠনের ১১ দফা দাবির কর্মবিরতি প্রত্যাহার

নৌযান শ্রমিকসহ ৩ সংগঠনের ১১ দফার দাবিতে কর্মবিরতি প্রত্যাহার করেছে সংগঠনগুলো।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চোধুরীর সভাপতিত্বে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান মালিক সমিতি ও বাংলাদেশ নৌযান শ্রমিক‌ ফেডারেশনের নেতৃবৃন্দের যৌথসভায় ১১দফা দাবি নিষ্পত্তি ও সমঝোতা হয়।

যৌথসভা শেষে তিন সংগঠনের পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চোধুরী কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেয়ার গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!