দেশে এখন
0

ঝুঁকিপূর্ণ ভবনের সামনে টাঙাতে হবে নিরাপত্তা নোটিশ

রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ ভবনের সামনে সাইনবোর্ডে করে নোটিশ টাঙাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, ঢাকার যেসব ঝুকিঁপূর্ণ ভবন আছে সেগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এবং এসব ভবন মালিকসহ বসবাসরত সবাইকে সাবধান করার জন্য নিরাপত্তা নোটিশ ঝুলিয়ে দেয়ার আদেশ দেয়া হয়।

এছাড়াও ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। কমিটিতে থাকবে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজউক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও বুয়েটের একজন শিক্ষক।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৪৬ জন প্রাণ হারান। এরপরই সামনে আসে নগরীর ঝুকিঁপূর্ণ ভবনগুলোর নিরাপত্তার বিষয়টি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর