আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন এসব সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার শুক্রবারের কর্মসূচিতে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। যেখানে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। যদিও গতবারের তুলনায় এ মন্ত্রিসভা আকারে তুলনামূলকভাবে ছোট।
এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বর্তমানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই। আবার কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই, পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।
যদিও কতজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সেটি এখনও জানা যায়নি। টেকনোক্র্যাট কোটায় আরও মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ পেতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।