সোমবার (১৫ জানুয়ারি) নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার এ বৈঠকে, পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ।
শুরুতে মন্ত্রিসভার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং পরে কর্মকর্তাদের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান। সরকারপ্রধান নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা, ইশতেহার বাস্তবায়ন এবং উৎপাদক ও ভোক্তার প্রয়োজন বিবেচনা করে পণ্যমূল্যে ভারসাম্য আনার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, 'খাদ্যপণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয় কিন্তু ভোক্তা দুঃখ পায়। তাদের ওপর চাপ এসে পরে। এটার একটা সামঞ্জস্য রাখতে হবে। সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এখানে একটি মহল আছে যারা বাজারে নানা রকম সমস্যা সৃষ্টি করে দাম বাড়ায়, মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তোলে। সেটি মাথায় রেখে সজাগ থেকে কাজ করতে হবে।'
বিকেল পৌনে ৫টার দিকে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভা রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন করেছে। এছাড়া, প্রকল্পে ও সরকারি ক্রয়ে স্বচ্ছতা এবং অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন বলেন, ' দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনাও দেন তিনি।'
এই কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রী পোশাক পণ্যের মত পাট, কৃষি ও চামড়াজাত পণ্যের বিকাশের ওপর জোর দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, 'এ তিন খাতেও গার্মেন্টসের মত সুযোগ সুবিধা দিতে বলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে সাফল্য অর্জন করার লক্ষ্যে এ নির্দেশ দেন তিনি।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি করছে সংশ্লিষ্ট বিভাগ, যেটি আগামী মার্চের মধ্যে গ্যাস সংকট নিরসনে সহায়তা করবে।