সমুদ্রের নীল জলের অভ্যন্তরে খনিজ সম্পদ, জীববৈচিত্র আর উপরিভাগে চলাচল। বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশই সমুদ্রপথে হয়।
পূর্ব ও পশ্চিমের অর্থনৈতিক করিডোরের অন্যতম প্রধান চ্যানেল বঙ্গোপসাগর। সেখানে বাংলাদেশের সমুদ্রসীমা এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার।
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের নিরাপত্তা ও বহির্বিশ্বের সাথে নিরবচ্ছিন্ন বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ১৯৭৪ সালে সমুদ্র অঞ্চল আইন করে তৎকালীন সরকার। আইনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয় সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান।
অনুষ্ঠানে সমুদ্রপথের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যে কোনো দেশের সাথে যেন দ্বন্দ্ব না হয়।
সমুদ্রে মৎস্য ও খনিজ সম্পদ উত্তোলনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, তেল-গ্যাস উত্তোলনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দেশের সমুদ্র বন্দরের উন্নয়নের সঙ্গে সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিতেও গুরুত্ব দেন প্রধানিমন্ত্রী ।