দেশে এখন
0

দখলদারদের বিরুদ্ধে মেয়রের হুঁশিয়ারি

রাজধানীর ভাটারার সুতিভোলা খালে আবারও অবৈধ দখল উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে খালের দুপাশে হাঁটার এবং সাইকেল লেন করার পরিকল্পনা চূড়ান্ত।

রাজধানীর ভাটারা এলাকার খালটিতে এক সময়ে জোয়ার ভাঁটা হতো। অথচ ঢাকার অন্যান্য খালের মতোই ৭ কিলোমিটার দীর্ঘ সুতিভোলা খালটিও প্রায় মৃত। পাশের সমুদ্র খালের অবস্থাও একই। ওয়াসার পাইপ লাইন বসানোর কারণে খালের মুখ বন্ধ হয়ে রয়েছে এবং পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এই খালটিতে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) খালটি দখল মুক্ত শেষে কিভাবে আধুনিক করা হবে তা পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এসেই দেখতে পান সুতিভোলা খালের উদ্ধার করা অংশ আবারও দখলে। তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন। গুড়িয়ে দেয়া হয় খালের সীমানায় থাকা প্রাচীর।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এটি হলো একটি গণপরিসরের জায়গা। সুতরাং এই জায়গাটা উদ্ধার করে আমরা পার্ক করবো। আর খালের দুইপাড়ে আমরা সাইকেল লেন করে দিবো। এটি আমাদের মাস্টার প্ল্যান। এজন্য প্রাথমিকভাবে আমরা ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।

খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। ওয়াসা‌ জানায়, ইতোমধ্যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াহিদুল মুরাদ বলেন, 'আমরা ইতোমধ্যে মাইনাস তিন মিটার বজায় রেখে নকশা করেছি। অন্যান্য কাজগুলোও এগিয়ে নিবো। আশা করছি জুন-জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।'

১৬০ মিটার প্রশস্ত এই খালের দু'পাশে হাঁটার এবং সাইকেল চলাচলের লেন থাকবে।