অর্থনীতি
দেশে এখন
0

ক্রেতা-দর্শনার্থীতে ধীরে ধীরে জমছে বাণিজ্য মেলা

ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার (২২ জানুয়ারি) সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর বসেছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। যেখানে শীতের প্রভাবে সকালের চেয়ে দুপুরের পর থেকে সংখ্যা বাড়ে মানুষের।

মেলায় ক্রেতার চেয়ে বেশি চোখে পড়ে দর্শনার্থী। কেনাকাটার পাশাপাশি চলে আড্ডা-বিনোদন।

এক দর্শনার্থী বলেন, ‘মেলার অপেক্ষায় ছিলাম। পরিবার নিয়ে ঘুরতে এসেছি। মেলা শুরু হওয়ায় খুবই আনন্দিত’।

অন্য পণ্যের চেয়ে শীতের পোশাকই এখন পর্যন্ত ক্রেতা চাহিদার ওপরের দিকে। দাম নিয়ে দরকষাকষি করে বিক্রেতা থেকে ক্রেতার কাছে হাতবদলের দৃশ্য দেখা যায় প্রায় সব দোকানেই।

শীতের কারণে আপাতত ক্রেতা সমাগম কম। সামনে ছুটির দিনে মেলা আরও জমজমাট হবে আশা বিক্রেতাদের।

বিক্রেতারা বলছেন, শীত কমলে মেলায় মানুষ আরও বেশি আসবে। এখন শীতের কারণে অনেকে আসছে না।

এবারের আয়োজনে সাড়ে তিনশ'র বেশি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এ ছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে রয়েছে রেস্তোঁরা, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশুপার্ক, মা ও শিশু কেন্দ্রসহ প্রয়োজনীয় অন্য কিছু সুযোগসুবিধাও। তবে এখনও ২৫ ভাগ স্টল প্রস্তুতের কাজ বাকি আছে।

কর্তৃপক্ষ জানান, বাণিজ্য মেলার প্রথম দিন বিক্রি হয়েছে ৬ হাজার টিকিট আর সোমবার (২২ জানুয়ারি) ক্রেতা-দর্শনার্থী এসেছেন ৭ হাজারের বেশি।

এসএস