রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দু'জন হলেন, ট্রলার মালিক রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরদার (৩০)।
সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, 'ভোলার মনপুরা উপজেলা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে পরে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে পাশে থাকা জেলেদের ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।'
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, রিয়াজ সরদার (২৭), রুবেল খা (২৬), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০)। তারা সকলেই বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিদ্যুৎ কুমার আরও জানান, 'ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত, যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি।'
সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।