দেশে এখন
কাঠের গুঁড়া থেকে তৈরি হচ্ছে মসলা, আটক ১
চট্টগ্রামের একটি কারখানায় কাঠের ও কয়লার গুঁড়ায় ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরি করা হচ্ছিল মসলা। সেই কারখানায় অভিযান চালিয়ে ৯০০ কেজি হলুদ, মরিচ, মসলার গুঁড়া জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

বাকলিয়ায় খাজা ফ্লাওয়ার মিল কারখানা সিলগালা করার সাথে ১ লাখ টাকা জরিমানা ও মালিককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, 'উনারা যে রঙ ব্যবহার করছেন তা খেলে ক্যান্সারসহ কিডনীর বিভিন্ন ধরণের রোগ হওয়ার সম্ভাবনা আছে। এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপরও উনি ভালো না হলে পরবর্তীতে বেশি শাস্তির ব্যবস্থা করা হবে।'

এমএসআরএস