বাকলিয়ায় খাজা ফ্লাওয়ার মিল কারখানা সিলগালা করার সাথে ১ লাখ টাকা জরিমানা ও মালিককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, 'উনারা যে রঙ ব্যবহার করছেন তা খেলে ক্যান্সারসহ কিডনীর বিভিন্ন ধরণের রোগ হওয়ার সম্ভাবনা আছে। এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপরও উনি ভালো না হলে পরবর্তীতে বেশি শাস্তির ব্যবস্থা করা হবে।'