দেশে এখন
0

মাত্র দুই টাকায় শীতের পোশাক!

দুই টাকায় শীতের পোশাক বিক্রি হচ্ছে। যেখানে শুধুমাত্র পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষ এই পোশাক কিনতে পারেন। প্রতিবছরের মতো এবারও সিলেট এই আয়োজন করে সামাজিক সংগঠন 'নিঃস্বার্থ পরিবার'।

সিলেটের রিকাবী বাজার এলাকায় অস্থায়ী একটি দোকানে বেচাকেনার ভিড়, বিক্রেতার ব্যস্ততা ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিতে। তবে বাণিজ্যিক কারণে নয়, মানবিক কারণে এমন আয়োজন। যেখানে মাত্র ২ টাকা দিয়ে পছন্দমতো শীতের পোশাক কেনা যাচ্ছে।

শীত নিবারণের পোশাক যে শুধু পথশিশুরাই কিনছে তা নয়, অস্বচ্ছল ও তৃতীয় লিঙ্গের মানুষরাও কিনছেন। তারাও নামমাত্র মূল্যে শীতের পোশাক কিনতে পেরে এমন আয়োজনের প্রশংসা করেছেন।

বয়স্ক এক বৃদ্ধা বলেন, ‘দুই টাকায় কী পাওয়া যায়? কিন্তু এখান থেকে দুই টাকা দিয়ে শীতের পোশাক পেয়েছি।’

গত শনিবার সিলেটে ৭ম বারের মতো এই আয়োজন করে ‘নিঃস্বার্থ পরিবার’। তিন শতাধিক পথশিশুর মধ্যে দুই টাকার বিনিময়ে শীতের কাপড় বিক্রি করেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন- অসহায়, এতিম ও পথশিশুদের শীত নিবারণের চাহিদা মেটাতে এই আয়োজন করা হয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর