বাজার
দেশে এখন
0

জমে উঠেছে রাজধানীর ফুলের বাজার, দাম বেশির অভিযোগ

বিশেষ দিবসগুলো ঘিরে এবার রাজধানীর ফুলের বাজার জমে উঠেছে। শ্রদ্ধা নিবেদন ও সাজসজ্জায় ফুলের ব্যবহার কয়েকগুণ বেড়ে যায়।

বিজয় দিবসে ফুলের চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা এখন ফুলের ডালা ও তোড়া তৈরিতে ব্যস্ত। তবে ফুলের যোগান থাকলেও দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

এদিকে বিজয় দিবসের একদিন আগেই ফুল বেচাকেনার ব্যস্ততা বেড়েছে। ক্রেতারা বলেন, ফুলের সবসময় চাহিদা থাকে। তবে বিশেষ দিনগুলোতে সেই চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগে ফুলের দাম বেশি নেয়া হয়।

পাইকারি বাজারে গোলাপ প্রতি পিস ১২-২০ টাকা, রজনীগন্ধা স্টিক ৭-৮ টাকা, গ্লাডিওলাস ফুল রঙ ভেদে ১৫-২৫ টাকা ও জারবেরা ১৫-২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি চন্দ্রমল্লিকা গাঁদা, ডালিয়া, বেলি ও জবাসহ নানা প্রজাতির ফুল বিক্রি হয় দোকানগুলোতে।

বিক্রেতারা বলছেন, গত কয়েক বছর বিভিন্ন সংকটে ফুলের ব্যবসা ভালো না হলেও এ বছর আশানুরূপ ফুল বিক্রির আশা করছেন তারা।

আগারগাঁও পাইকারি ফুল মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ১৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রতিদিন শহরের প্রায় ৮০০ পাইকারি দোকানে ৪ থেকে ৬ কোটি টাকার ফুল বিক্রি হবে।

দেশের মোট ফুলের চাহিদার ৭০ শতাংশ যশোরের গদখালি, ঝিকরগাছা ও ঝিনাইদহ থেকে সরবরাহ করা হয়।