সম্প্রতি এই পথের ময়নামতি স্টেশনে রেললাইন সংযোগস্থলের কয়েক লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ।
যন্ত্রাংশ চুরির ঘটনায় স্টেশনের দুই ধারের আপ ও ডাউন প্রসেস এলাকার লাইনের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এতে করে ট্রেন লাইনচ্যুত হয়ে যেকোন মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে।
মাস চারেক আগে ময়নামতিসহ কুমিল্লা অঞ্চলের পাঁচটি স্টেশন থেকে ৪ কোটি টাকা মূল্যের জরুরি যন্ত্রাংশ চুরি হয়। একের পর এক চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার দাবি জানান যাত্রীরা। তারা বলেন, রেলপথে হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রেলপথের যন্ত্রাংশ চুরির ঘটনায় এই পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এসব চুরি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তফা কামাল বলেন, চুরির ঘটনায় জসিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরিকৃত বেশকিছু মালামাল জব্দ করেছে পুলিশ।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, এসব চুরি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।