আট জেলায় ই-বেইলবন্ড দাখিল পদ্ধতি উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল | ছবি: এখন টিভি
0

দেশের ৮ জেলায় ই-বেইলবন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আইন উপদেষ্টা জানান, বেইল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচারপ্রার্থীর মুক্ত হতে সময় লাগে। ই-বেইলবন্ডের কারণে সে সময় এখন কমে আসবে।

আরও পড়ুন:

এই পদক্ষেপ, বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি, দুর্নীতি কমাতে সহায়ক হবে বলেও জানান উপদেষ্টা। প্রথম দফায় নারায়ণগঞ্জে মাস তিনেক পরীক্ষামূলকভাবে এ প্রকল্প চালু করা হয়েছিল।

তার সফলতায় নতুন করে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু করা হলো।

ইএ