আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৫২ মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল করেছে ইসি

আপিল শুনানি
আপিল শুনানি | ছবি: এখন টিভি
0

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ঢাকার স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং কক্সবাজারে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। এছাড়াও জাতীয় পার্টির ৬টি আপিলের মধ্যে ৫টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। শনিবার আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল এবং স্থগিত হয়েছে ৩টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে হাজির হন দিনের কার্যতালিকায় থাকা ৭০টি আসনের প্রার্থীরা। সিইসির সভাপতিত্বে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনাররাও।

শুনানির প্রথম দিনে ৭০টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫২টিকে বৈধতা দেয় ইসি। আর বাতিল করা হয় ১৫টি। এবং অনুপস্থিত থাকায় ৩টি আপিল আবেদনের শুনানির জন্য দেয়া হয় নতুন তারিখ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মঞ্জুর করা হয়েছে ৫২টি আর রিজেক্ট করা হয়েছে ১৫টি। আর স্থগিত আছে ৩টি। তার মধ্যে একটা আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত। আর দুইটা ১৬ তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু বিষয় আছে যা রিটার্নিং অফিসারের মাধ্যমে নেয়া হবে।’

আরও পড়ুন:

প্রথমদিনেই আপিল মঞ্জুর হয়েছে কক্সবাজার ২ আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদের। এছাড়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার। আর ১ শতাংশ ভোটারের সাক্ষর সংগ্রহ করতে না পারায় আপিল না মঞ্জুর করে মনোনয়ন বাতিল করা হয় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হাওলাদার রনির।

তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের আপিল বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-৯ এ আমি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলাম, আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

অন্যদিকে, জাতীয় পার্টির ৬টি আপিলের মধ্যে এখন পর্যন্ত ৫টি মঞ্জুর করেছে ইসি বলে জানিয়েছেন দলটির মহাসচিব।

এছাড়াও ইসলামী আন্দোলনের ৫টি আপিল শুনানির মধ্যে ৪টি আসনের মনোনয়ন বহাল ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার।

ইএ