সাখাওয়াত হোসেন বলেন, ওসমান হাদি ছিলেন একজন বিপ্লবী। আর বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। তার স্মরণে নিজ উপজেলার এই গুরুত্বপূর্ণ লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। হাদির হত্যাকারীরা বর্তমানে দেশের বাইরে রয়েছে। সরকার তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তরিকভাবে কাজ করছে।
আরও পড়ুন:
ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘আমার ভাই কোনো অপরাধী ছিল না। সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আজ তার নামে এই লঞ্চঘাট নামকরণ আমাদের পরিবারের জন্য যেমন সম্মানের, তেমনি আমরা চাই তার হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিনউদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অংশ নেয়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একই দাবি জানান। ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণকে এলাকাবাসী শ্রদ্ধা, সম্মান ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে দেখছেন।




