উপদেষ্টা পরিষদের বৈঠকের জন্য বরাদ্দ ৩ কোটির বেশি, প্রস্তুত হচ্ছে উত্তরা গণভবন

গণভবন পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান
গণভবন পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান | ছবি: এখন টিভি
1

উত্তরাঞ্চলীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে পরিচিত নাটোরের উত্তরা গণভবন উপদেষ্টা পরিষদের বৈঠকের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকালে নাটোরের দিঘাপতিয়ায় স্থাপিত উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। বৈঠক হতে পারে এমন সম্ভাবনায় মন্ত্রী পরিষদ থেকে সাড়ে ৩ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে পড়ে রয়েছে নাটোরের উত্তরা গণভবন। প্রতিটা সরকারের রেওয়াজ এ উত্তরা গণভবনে মন্ত্রী পরিষদের বৈঠক করা। সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকারে উপদেষ্টা পরিষদের সভার জন্যও উত্তরা গণভবনকে প্রস্তত করা হচ্ছে। তবে সভার দিন এখনও ঠিক করা হয়নি।’

আরও পড়ুন:

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে এমন সম্ভাবনায় উত্তরা গণভবন প্রস্তুত করছে স্থানীয় গণপূর্ত বিভাগ। এজন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ৩ কোটি ২৯ লাখ টাকা।

নাটোর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, ‘গত অক্টোবর থেকে উত্তরা গণভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজের মধ্যে মূল প্যালেস সহ অন্যান্য প্যালেস রং করা, ১৩টি এসি স্থাপনসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এছাড়া উত্তরা গণভবনের চারপাশে বিদ্যুতের আলোয় আলোকিত করার জন্য ৭০টি বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। আমাদের বেশির ভাগ কাজ শেষের দিকে। যদি বৈঠক হয়, তার আগেই সকল কাজ সম্পন্ন করার সম্ভব হবে।’

এ সময় পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুল ওয়াহাব সহ গণপূর্ত ও গণভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএ