আগারগাঁওয়ে গ্যাসলাইনে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট | ছবি: সংগৃহীত
0

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁও পাকামার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে‌। এ ঘটনায় ৩ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তবে ভর্তিরত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন মো. হারুনুর রশীদ। দগ্ধরা হলেন– জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।

আরও পড়ুন:

ভর্তিরত তিনজনের মধ্যে একজন ৩৪ সপ্তাহের গর্ভবতী। অন্যজন ৫০ বছর বয়সী পুরুষ সদস্য যার ১২ শতাংশ পুড়ে গেছে বলেও জানান সংশ্লিষ্ট হাসপাতালের আবাসিক সার্জন।

জানা যায়, আগারগাঁওয়ের পাকা মার্কেটের ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে একটি বাসায় থাকতেন এই পরিবারটি। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। দগ্ধরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ জানান, জলিলের ১২ শতাংশ, আনেজার ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের হাত-পা দগ্ধ হয়েছে।

ইএ