তিনি বলেন, ‘যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আসতে চান, উনি যদি আজকে বলেন আসবেন তাহলে আগামীকাল তাকে আমরা এটা দিতে পারি। উনি পরশুদিন প্লেনে উঠতে পারেন। এটা উনার নিজের ব্যাপার।’ তারেক রহমানের ফেসবুক পোস্টে গিয়ে স্পর্শকাতর ইস্যু নিয়ে কথা বলায় পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় খালেদা জিয়ার বিদেশ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখন খালেদা জিয়াকে বিদেশ নেয়ার মতো অবস্থা নেই। তবে নেয়ার মতো পরিস্থিতি হলে সরকার যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করবে।’
শেখ হাসিনার ফাঁসির রায়ের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে পশ্চিমা দেশ ভেটো দিলেও বাংলাদেশ তার আইন অনুযায়ী চলবে। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, ‘আসাদুজ্জামান খান কামালকে নিয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই বাংলাদেশের কাছে।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ সক্রিয়। পৃথিবীর বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আছে।’
আরও পড়ুন:
বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কে খুব বড় কোনো পরিবর্তন হয়নি জুলাই পরবর্তী সময়ে বলেও জানান তিনি।বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে কখনো উষ্ণ সম্পর্ক ছিলো না, উষ্ণ সম্পর্ক ছিলো দুটো সরকারের মধ্যে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ইলেকশন করবেন না তিনি। আসিফ মাহমুদ ছাড়া আর কোনো উপদেষ্টা নির্বাচন করবেন না।’
সীমান্তের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ভারত সীমান্ত হলো পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধ নেই কিন্তু ধরে ধরে মানুষ হত্যা করা হয়। সীমান্ত হত্যা নিয়ে কোনো সমাধান আপাতত দেখতে পাচ্ছি না।’
রোহিঙ্গা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গা ফেরত পাঠানোর জন্য একটা রোডম্যাপ থাকা উচিত। রোহিঙ্গা ইস্যুতে আশপাশের দেশের স্বার্থ আছে। এই ইস্যুটা একটা টাইম বোম।’





