তিনি বলেন, ‘রেলের অনেক প্রকল্পে কস্ট বেনিফিট চিন্তা করা হয়নি। হাজার হাজার কোটি টাকা দিয়ে এমন সব প্রকল্প হয়েছে যেখানে মাত্র একটি ট্রেন চলে, যাত্রী থাকে ১৫ থেকে ২০ জন।’ এসবের অলাভজনক প্রকল্পে কেবল প্রকল্প পরিচালক লাভবান হয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘আগের সরকার উন্নয়নের বুলি শুনিয়ে প্রচুর ফরমায়েশি সড়ক নির্মাণ করেছে। গাদা গাদা প্রকল্প নিয়ে সেখানে প্রচুর দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে। এসবের কস্ট বেনিফিট চিন্তা করা হয়নি। তাই বর্তমান সরকার কেবল চার বা ছয় লেনের সড়ক করার চাইতে নৌ ও রেল পথে আরও ২০ শতাংশ পণ্য পরিবহন বাড়ানোর উপর জোর দিচ্ছে।’
উপদেষ্টা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে আপাতত ঝুঁকিপূর্ণ বাকগুলোকে সোজা করতে কাজ শুরু করতে যাচ্ছে সড়ক বিভাগ। এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে কাজ।
এসময় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে হাজার হাজার কোটি অপচয় করে সড়ক বানিয়ে মাছ ও পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। এখন সেখানে কেবল অটোরিকশা চলে বলেও জানান তিনি।





