ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জরুরি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) বিএমইউ গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সমগ্র বাংলাদেশে শুক্রবার সকালে সংঘঠিত ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে বিএমইউ’র সাধারণ জরুরি বিভাগে চারটি বেড (শয্যা) আহতদের জরুরি চিকিৎসার জন্য সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন:

আহতদের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এরই মধ্যে বিএমইউর নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ এবং অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেসসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যানদের (বিভাগীয় প্রধান) প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বিএমইউয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের জরুরি নির্দেশে এ প্রস্তুতি নেয়া হয়েছে।

বিএমইউ’র নবনিযুক্ত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বলেন, সাধারণ জরুরি বিভাগে ইভিনিং শিফটে দায়িত্বে থাকবেন ডা. অমিত এবং ডা. নুসরাত শারমিন।

এসএস