ভূমিকম্প: রূপগঞ্জ দেয়াল ধসে শিশুর মৃত্যু

ধসে যাওয়া দেয়াল
ধসে যাওয়া দেয়াল | ছবি: এখন টিভি
1

ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশু মারা গেছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনায় শিশুটির মাসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত শিশু ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে। তার বাবা ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন। আহতরা হলেন- ফাতেমার মা কুলসুম বেগম এবং তাদের প্রতিবেশি প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন।

শুক্রবার ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি, ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ ।

আরও পড়ুন:

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের সময় একটি ভবনের দেয়াল ধসে দশ মাসের ওই শিশুর মৃত্যু হয়েছে।’

গোলাকান্দাইল এলাকায় বাসিন্দা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘ভূমিকম্প টের পেয়ে পর আমি ঘর থেকে বের হয়ে আসি। তখন আশপাশের লোকজনের কাছে শুনি, একটি ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।’

এসএস