নিহত শিশু ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে। তার বাবা ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন। আহতরা হলেন- ফাতেমার মা কুলসুম বেগম এবং তাদের প্রতিবেশি প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন।
শুক্রবার ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি, ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ ।
আরও পড়ুন:
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের সময় একটি ভবনের দেয়াল ধসে দশ মাসের ওই শিশুর মৃত্যু হয়েছে।’
গোলাকান্দাইল এলাকায় বাসিন্দা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘ভূমিকম্প টের পেয়ে পর আমি ঘর থেকে বের হয়ে আসি। তখন আশপাশের লোকজনের কাছে শুনি, একটি ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।’





