গতকাল (সোমবার, ১০ নভেম্বর) নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় স্নিগ্ধ ভুলবশত ‘শেখ’ উচ্চারণ করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, ভুলবশত তিনি খালেদা জিয়ার নাম বলতে গিয়ে মুখে শেখ হাসিনা চলে আসছিল। যদি তিনি ‘শেখ’ বলেই থেমে গেয়েছিলেন।
এর প্রতিক্রিয়ায় আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অবস্থান স্পষ্ট করেন স্নিগ্ধ। সেখানে তিনি লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটি শুধু আমার নয়, বরং বাংলাদেশের সেই সব সাধারণ মানুষের; যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছেন।
আরও পড়ুন:
তিনি আরও লেখেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বপ্নে কিংবা জেগে এই নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে।
শেষে তিনি লেখেন, শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধ ছিলেন আন্দোলনের অন্যতম তরুণ অংশগ্রহণকারী। তার ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়াও তিনি দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।





