তিনি বলেন, ‘যারা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিবে তারা যেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারে সে ব্যাপারে কাজ করবে কমিশন।’
এসময় তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী হুট করে পিআর চাইছে, এটা নির্বাচন পেছানোর পায়তারা।‘
তিনি বলেন, ‘পিআরে জাতীয় সংসদের অযোগ্য লোকেরা প্রবেশ করবে। এতে দুর্বল সরকার গঠন হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিবেশী দেশের ব্যাপারে তিনি বলেন, ‘সামরিক শক্তি দেখাতে এলে, সামরিকভাবেই মোকাবেলা করা হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে।’
এছাড়াও বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের দিকে হেলে যাচ্ছে তাই নিরপেক্ষতার জন্য তাদের পদত্যাগ করে সেখানে নিরপেক্ষ ব্যক্তি আনার দাবি করেন তিনি।





