জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।
আরও পড়ুন:
ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারির সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হলে ককটেলের আঘাতে গুরুতর আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক।
সকাল ১০টার দিকে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মো. নজরুল ইসলাম বলেন, ‘যারা মাদকের মূল নিয়ন্ত্রক, তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ।’





