এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, শনিবার চলবে ক্লাস

কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সাম্প্রতিক ছবি
কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সাম্প্রতিক ছবি | ছবি: এখন টিভি
0

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করেছেন। বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক-কর্মচারীরা আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, আজ অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়।

এরপর বাড়িভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সচিবালয়ে সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এর মধ্য দিয়ে যুক্তিসংগত অগ্রগতি হলো।’

আরও পড়ুন:

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণি কক্ষে ফেরার কথা জানান।

দেলাওয়ার হোসেন বলেন, ‘আন্দোলন চলাকালে ৮ দিন তারা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারেননি। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগপর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবেন।’

সেজু