এক সপ্তাহে গড়ালো এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন | ছবি: এখন টিভি
0

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর) দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা, পাশাপাশি চলছে কর্মবিরতি।

এরই অংশ হিসেবে আজ (শনিবার, ১৮ অক্টোবর) দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল করবেন শিক্ষকরা।

আরও পড়ুন:

তারা জানান, কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। এছাড়া সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে।

মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবি আদায়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান তারা।

এসএস