আজ (রোববার, ১২ সেপ্টেম্বর) সকালে আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষায় সংশোধিত অধ্যাদেশ ২০২৫ সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলোর আলোচনায় এসব কথা বলেন তিনি।
তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামো বিবেচনায় বাংলাদেশ ২০ থেকে ২৫ বছর পিছিয়ে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
ফয়েজ আহমদ বলেন, ‘দেশে আইনের শাসনের পাশাপাশি এর যথাযথ ব্যবহার জরুরি।’
একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রযুক্তির কাজে সমন্বয়হীনতার ফলে অর্থ অপচয় হওয়ায় আইনের সমন্বয়ের মধ্যে দিয়ে তা নিরসনে সম্ভব বলেও মনে করেন তিনি।
আলোচনায় নাগরিক জীবনে তথ্যের নিশ্চয়তা, ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সবার নিরাপত্তা নিশ্চিত এবং জবাবদিহিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।





