এতে বলা হয়, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই অভিযান শুরুর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন চলবে। এই সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে ঢাকা নৌপুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় অভিযানের সময় সম্ভাব্য ঝুঁকি, দুষ্কৃতিকারী কর্তৃক অভিযানে বাধা বা হামলা, মাছ আহরণের নিষিদ্ধ স্থান/অঞ্চল, মৎস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলে সম্প্রদায়ের সাথে সমন্বয় এবং অভিযানের সময় অফিসার ও ফোর্সের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।—বাসস





