জুলাই সনদ বাস্তবায়নে এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব: ঐকমত্য কমিশন

ঐক্যমত্য কমিশনের বৈঠক
ঐক্যমত্য কমিশনের বৈঠক | ছবি: এখন টিভি
0

এক মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে সনদ বাস্তবায়নের উপায় ৬ ভাগে ভাগ করেছে কমিশন। পরে বিশেষজ্ঞদের পরামর্শে এর আইনি দিক ক্ষতিয়ে দেখা হচ্ছে।’ শিগগিরই একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এএইচ