আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে সনদ বাস্তবায়নের উপায় ৬ ভাগে ভাগ করেছে কমিশন। পরে বিশেষজ্ঞদের পরামর্শে এর আইনি দিক ক্ষতিয়ে দেখা হচ্ছে।’ শিগগিরই একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।





