নুরের শারীরিক অবস্থার উন্নতি; আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ঢামেকের আইসিইউতে নুর
ঢামেকের আইসিইউতে নুর | ছবি: বিবিসি
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং চিকিৎসকেরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড় পেতে পারেন।

তিনি আরও বলেন, ‘শরীরের বিভিন্ন অংশের ক্ষত মেরামতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। নাকের ভাঙা অংশ নির্দিষ্ট অবস্থানে থাকায় নাক স্বাভাবিক আকারে ফিরে আসবে। চিকিৎসকদের পরামর্শে নুর স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।’

এদিনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

এনএইচ