বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১/১১ নিয়ে উপদেষ্টা মাহফুজ যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘণ্টাখানেক পরে আবার তিনি ডিলিটও করবেন।’
আরও পড়ুন:
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির যোগদান প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানতে পারবেন।
এর আগে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’





