আজ (সোমবার, ৪ আগস্ট) বিকালে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবন প্রাঙ্গণে-জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিএফপির উদ্যোগে ‘প্রকাশনা উৎসব-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
এসময় তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’ জুলাই চেতনা সদা জাগ্রত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা চিত্র কর্ম, ছবি, স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। বের করা হচ্ছে আরো প্রকাশনা।‘ সব শেষে জানান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরো চলচ্চিত্র নির্মিত হবে।





