জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রাখা হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশনা উৎসব-২০২৫ এ তথ্য উপদেষ্টা ও অন্যান্যরা
প্রকাশনা উৎসব-২০২৫ এ তথ্য উপদেষ্টা ও অন্যান্যরা | ছবি: এখন টিভি
0

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের স্মৃতি ধরে রাখা হবে, তারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশা করেছিল আমরা তেমন ভাবে দেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ (সোমবার, ৪ আগস্ট) বিকালে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবন প্রাঙ্গণে-জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিএফপির উদ্যোগে ‘প্রকাশনা উৎসব-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

এসময় তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’ জুলাই চেতনা সদা জাগ্রত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা চিত্র কর্ম, ছবি, স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। বের করা হচ্ছে আরো প্রকাশনা।‘ সব শেষে জানান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরো চলচ্চিত্র নির্মিত হবে।

এএইচ