সাগর হোসাইনকে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম।
এ সময় এপিএস সাগর হোসাইন বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।’
জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রেসিডেন্টের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।





