রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে বিভক্তিতে রাজনৈতিক দলগুলো

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক | ছবি: বাসস
0

রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। কমিশনের প্রস্তাব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এর সঙ্গে পুরোপুরি একমত এনসিপি। এর সঙ্গে পঞ্চম সংশোধনী যুক্ত করার দাবি জানিয়ে একমত বিএনপি জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আপত্তি বাম দলগুলোর।

আজ (রোববার, ২৭ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৯তম বৈঠক শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব আজকের আলোচ্য সূচি নির্ধারণ করা হয়।

বৈঠকের শুরুতে ড. আলী রিয়াজ বলেন, ‘গত ১৮টি বৈঠকে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। ৭টি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং ৩টি বিষয়ে আলোচনা শুরু হয়নি।’

তিনি বলেন, ‘জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হবে। আগামী ৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন।’

আজকের বৈঠকের প্রথমার্ধে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়। যে কমিশন পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে।

পরে সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা শুরু হয়। বাম দগুলোর দাবি, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখতে হবে। নীতিগত বিষয়ে জোর করলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান না রাখার হুঁশিয়ারি দেয় তারা।

এএইচ