‘আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতনরা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই দক্ষিণ সিটি কাজ করবে’

ইশরাককে মেয়র পদে না বসানোর প্রতিবাদে বিক্ষোভ

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া | ছবি: সংগৃহীত
0

আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক শাজাহান মিয়া। আজ (রোববার, ১৮ মে) সকালে ফোনে এখন টিভিকে এ কথা জানান তিনি। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক সেবাগুলোও আপাতত বন্ধ আছে বলে জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আইনি প্রক্রিয়া হওয়ার কারণে এখানে প্রশাসকের করণীয় কিছুই নেই।’

এদিকে, বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগ দাবি করেন। আজ পঞ্চম দিনের মত ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করছে তার সমর্থক ও অনুসারীরা।

এদিন সকাল ৯টায় বিক্ষোভ শুরু হলে ১০টার দিকে ডিএসসিসির প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল (শনিবার) নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ নগর ভবন ঘুরে দেখা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস নগর ভবনে যাওয়ার প্রধান গেটেও তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এনএইচ